সারাদেশ

‘৩ লাখ টাকা চাঁদা না পেয়ে’ বৃদ্ধকে যুবদল নেতার গুলি

রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও দাবি করা ৩ লাখ টাকা না দেওয়ায় শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ ওঠেছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণগোপ এলাকায়। বর্তমানে শামসুদ্দোহা রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শামসুদ্দোহা কর্ণগোপ এলাকার মৃত পেয়ার আলীর ছেলে ও উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের মামা।

স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে রিপনের সঙ্গে সাকিবের সংঘর্ষ হয়। এ সময় সাকিবের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পায়ে গুরুতর আঘাত পান শফিকুল। ওই দ্বন্দ্বের জেরেই শামসুদ্দোহার কাছে ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শফিকুল। ওই টাকা না দেওয়ায় গতকাল রাত ১০টার দিকে কর্ণগোপ এলাকায় বাড়িতে ঢুকে শামসুদ্দোহার পায়ে গুলি করেন সাকিব ও শফিকুল। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শামসুদ্দোহাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার শরীরে গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে কিনা তা চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Back to top button