৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে মহিলাদলের সম্প্রীতি সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নোয়াগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, সোনারগাঁ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, রুকুনুজ্জামান ও তোফাজ্জল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল হালিম, যুগ্ম সম্পাদক বাবুল, ৪ নং ওয়ার্ডের সভাপতি আনিছ, ২ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি গনি মিয়া, সহ-সভাপতি আমজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির, ১ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মো. আহসান উল্লাহ, এবং ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য সাহিদা আক্তার, মিনারা বেগম, নাসিমা বেগম ও জায়েদা বেগম।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি মাঠে বাস্তবায়নের আহ্বান জানান।

