৩১ দফা বার্তা পৌঁছে দিতে মাঠে রনি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ফতুল্লায় লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভূইগড়ে এই লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
এসময় তার সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়।
লিফলেট বিতরণ কালে রনি পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
প্রচালণাকালে রনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই প্রচার কার্যক্রম। আমরা এই ৩১ দফার মাধ্যমে দেশের মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে চাই। জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।