সারাদেশ

৩১ জুলাই নারায়ণগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন

আগামী ৩১ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচন (২০২৩-২৫)। ঐদিন সেলিম ওসমান বার ভবনের তৃতীয় তলায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির ২৫৮ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে গত ১৮ জুলাই নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন দু’প্যানেলের প্রার্থীরা।মনোনয়নপত্র দাখিল করেন হামিদুর রহমান ও তৌহিদ হাসান পরিষদ এবং আব্দুর রউফ ভূইয়া ও জাহিদুল ইসলাম ইলিয়াস পরিষদ।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আব্দুল মালেক। সহকারী কমিশনার হিসেবে আছেন আব্দুস সালাম নান্নু ও সৈয়দ আমীর আলী।

আব্দুল মালেক জানান, দুইটি প্যানেল করা হয়েছে।একটি ১৩ জনের পূর্নাঙ্গ প্যানেল করা হয়েছে আর একটি প্যানেলে ৩ জন। ১৩ জনের যে প্যানেল রয়েছে এর মধ্যে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অতএব, ৩ পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

Back to top button