সারাদেশ

৩০ দিনের আটকাদেশ, আসলাম তোফা কারাগারে

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে ডিটেনশন (আটকাদেশ) দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ৩০ দিনের জন্য আটকাদেশ দিয়ে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৭ আগষ্ট দিবাগত রাতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে চাঁদাবাজির অভিযোগে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

এ বিষয়ে জানতে চাইলে যশোর নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদীর আটকাদেশের সত্যতা নিশ্চিত করেছেন। 

এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়কের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে টি এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

Leave a Reply

Back to top button