সারাদেশ

২৮ আগস্ট বার নির্বাচন, ১৭ পদে লড়ছেন ৫০ প্রার্থী

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচন ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। প্রচারও উঠেছে জমে। নির্বাচনে ভোটের মাধ্যমে ১৭টি পদে বিজয়ী হবেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়াসহ অন্য কমিশনাররা বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

চূড়ান্ত প্রার্থী তালিকার তথ্যমতে- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও  আইনজীবী ঐক্য পরিষদ ১৭টি পদে ৪৮ জন ও স্বতন্ত্র ২ জনসহ মোট ৫০ জন প্রার্থী হয়েছেন।

তারা হলেন-সভাপতি পদে অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লা, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর, অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা; সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কাজী আ. গাফ্ফার, অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান; সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আনিছুর রহমান, অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন; সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাইনউদ্দিন মিয়া, অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব, অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ.কে.এম. ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট আল-আমিন, অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন; কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাদা দেওয়ান, অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট ইস্রাফিল; আপ্যায়ণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ মাইনউদ্দিন রেজা, অ্যাডভোকেট মো. শাহ্ আলম (শামিম), অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন; লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আলী আজ্জম, অ্যাডভোকেট মুহা. গোলাম সারোয়ার, অ্যাডভোকেট হাবিবুর রহমান; ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহীদ সারোয়ার, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইমরান হোসেন; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নার্গিস পারভীন, অ্যাডভোকেট মো. সারোয়ার জাহান, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান; সমাজসেবা সম্পাদক পদে অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা, অ্যাডভোকেট রাজিব মন্ডল, অ্যাডভোকেট মো. নূর-ই-আলম; আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট মণি গাঙ্গুলী, অ্যাডভোকেট মামুন মাহমুদ মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান। 

৫ টি কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মুহাম্মদ আনওয়ারুল আজিম চৌধুরী, অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট আফরোজা জাহান, অ্যাডভোকেট মো. তেহসিন হাসান, অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আবু রায়হান, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রব।

উল্লেখ্য, গত ৭ আগস্ট আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়।  প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। অন্যরা হলেন- এডভোকেট বোরহানউদ্দিন সরকার, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, এডভোকেট আবু বকর সিদ্দিক, এডভোকেট সুমন মিয়া ও এডভোকেট মতিউর রহমান মতিন। ৩ শতদের আপিল বোর্ডের প্রধান হলেন এডভোকেট নবী হোসেন। বাকি দুইজন হলেন এডভোকেট আজিজুল হক হান্টু ও অ্যাডভোকেট মনজুরুল হক খান। 

 

Leave a Reply

Back to top button