২৪ এর গণঅভ্যুত্থানকে ছিনতাই করার চেষ্টা চলছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২ এর বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল সেভাবে ২৪ এর গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ডিআইটি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মামুনুল হক আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে বাইপাস করে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে। আমাদের প্রধান এজেন্ডা হলো ৭২ এর সংবিধানের আদর্শে আগামীর বাংলাদেশ পরিচালিত হতে পারবে না, আগামীর বাংলাদেশ ২৪ এর অভ্যুত্থানের আদর্শের।
গণসমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণসমাবেশটি অনুষ্ঠিত হয়।