সারাদেশ

১৭ বছর পরিবারের খোঁজখবর নিতে পারি নাই, এখন সবার নিতে হবে: রনি

২২ আগষ্ট শুক্রবার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির প্রবীন সদস্য নূর মুহাম্মদ সহ এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সকল মরুহুম নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, অত্যন্ত সুন্দর একটি আয়োজন। আমি মনে করি, প্রত্যেকটি ওয়ার্ড, থানা, পৌরসভা ও জেলাগুলোতে অনুষ্ঠানগুলো করা উচিত। শহদি রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলটি আমাদের দিয়ে গেছেন সে দলের জন্য যাদের ত্যাগ ছিলো তাদেরকে আমরা স্মৃতিচারণ করবো। তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো। 

রনি আরও বলেন, বিগত ১৭ বছর আমরা পরিবারের সাথে সম্পৃক্ত থাকতে পারি নাই। পরিবারের খোঁজ খবর নিতে পারি নাই। মোক্তার মামা মুজিবুর মামা আমাদের পরিবারের একজন সদস্য। এখন আমাদের তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। 

Leave a Reply

Back to top button