১২ ই এপ্রিল সমাবেশ সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা
১২ ই এপ্রিল সমাবেশ সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার (Somoysokal) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার উদ্দেশ্যে আগামী ১২ ই এপ্রিল ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশ সফল করার লক্ষ্যে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে।
বুধবার( ৯ এপ্রিল) সন্ধ্যায় পাগলা তালতলা এলাকায় অবস্থিত শ্রমিক নেতা বাবুল আহমেদের নিজস্ব অফিস কার্যালয়ে এ প্রস্তুতি সভা করা হয়।
এসময় ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো. বাবুল আহমেদ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো. শহীদুল্লাহ্।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, প্রযুক্তি দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন খান।
এসময় কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক জালাল সরকার ও সাংগঠনিক সম্পাদক এন জে এস নাঈম আকবর এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো জাহাঙ্গীর আলম, ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান, শ্রমিক নেতা সুমন খান, শ্রমিক নেতা জাবেদ হোসেন, বাবু, প্রমুখ।