সারাদেশ

হোসিয়ারি শ্রমিক হত্যা মামলায় ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার হোসিয়ারি শ্রমিক রাসেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ সহ ৩৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআই পরিদর্শক মাহবুবুর রহমান গত মঙ্গলবার এ অভিযোগপত্র দাখিল করেন।

 গত বছরের ১৯ জুলাই সন্ধ্যায় শহরের দেওভোগ মার্কেটের সামনে হেঁটে যাওয়ার সময় বুকে গুলিবিদ্ধ হয়ে হোসিয়ারি শ্রমিক রাসেল নিহত হন। এই ঘটনায় তাঁর বাবা পিন্টু রহমান শামীম ওসমানসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু,  খোকন সাহা, শাহ নিজাম, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল, অয়ন ওসমানের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ মোট ৩৪ জন।

পিবিআই জানায়, এজাহারনামীয় ১৫ আসামির পাশাপাশি তদন্তে প্রমাণ পাওয়ায় আরও ১৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

Leave a Reply

Back to top button