সারাদেশ

হুমায়ুন আনোয়ার প্যানেলকে বিজয়ী করতে মান্নানের আহ্বান

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের প্যানেলের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

রোববার (২৪ আগষ্ট) বিকেলে ফতুল্লায় একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সোনারগাঁয়ের আইনজীবীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সভায় ‎মামুন মাহমুদ বলেন, এখানে ব্যক্তি স্বার্থে নয়, প্যানেল এর পক্ষে আমি ভোট চাই। এই প্যানেল তারেক রহমান এর প্যানেল, এই প্যানেল খালেদা জিয়ার প্যানেল। দেশের এই পরিস্থিতিতে আমাদের একটি সুযোগ এসেছে বিএনপির আইনজীবীদের জন্য কিছু করার। প্রতিপক্ষ যাতে করে কোনো বিশৃঙ্খলা করতে না পারে তাই ঐক্যবদ্ধ হয়ে এই প্যানেলকে আমাদের বিজয়ী করতে হবে।  আমরা আশা করছি এই নীল প্যানেল বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আরও বলেন, কেন এই প্যানেলকে আপনারা বিজয়ী করবেন? কারণ একটি প্রতিকূল পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনে আমরা আশাবাদী বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। তাই নারায়ণগঞ্জ বারের নির্বাচনে আমরা চাই বিএনপি প্যানেলের আইনজীবীরা পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ে এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করবে। ‎ ‎

আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের প্যানেলকে ঐক্যবদ্ধ থেকে বিজয়ী করার অনুরোধ জানান। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী এড. সরকার হুমায়ুন কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. খোরশেদ আলম মোল্লা, এডিশনাল পিপি এড. আবুল কালাম আজাদ, নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম আনোয়ার প্রধান সহ প্যানেলের প্রার্থী ও সিনিয়র-জুনিয়র আইনজীবীরা। 

সভা সঞ্চালনায় ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম এবং এডভোকেট কাজী সুমন।

Leave a Reply

Back to top button