সারাদেশ
হাসপাতালে বিএনপি নেতা খোকনের বাবা

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের পিতা হাসান আলী। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
গোলাম ফারুক খোকন জানান, গত শুক্রবার তিনি অসুস্থবোধ করছিলেন। পরে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আগের চেয়ে সুস্থ রয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।