হারানো ৬১টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর

নারায়ণগঞ্জে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ। জেলা পুলিশের আইসিটি শাখার প্রযুক্তিগত দক্ষতা এবং মানবিক প্রচেষ্টায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে উদ্ধার করা ৬১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, বর্তমান সময়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে টাকা হারিয়ে গেলে যতটা কষ্ট পায় মোবাইল হারিয়ে গেলে তার চেয়ে বেশি কষ্ট পায়। কারণ মোবাইলে ব্যক্তিগত অনেক তথ্য, ছবি, ভিডিও এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কিছু তথ্য থাকে।
তিনি আরও বলেন, মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করতে হয়। জিডির একটি কপি আইসিটি শাখায় জমা দিলে আইসিটি শাখার অফিসাররা কাজ করে থাকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।