সারাদেশ
হরতালের বিরুদ্ধে রাজপথে রনি ‘ফ্যাসিস্টদের মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না’

আওয়ামী লীগের ডাকা হরতালের বিরুদ্ধে মধ্যরাতে নেতাকর্মী নিয়ে রাজপথে অবস্থান নেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
১৯ জুলাই রাতে রনির নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মিছিল ও শোডাউন করে অবস্থান নেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় হরতালের সমর্থনে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
রনি বলেন, ‘আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে ছাত্রদল যুবদল সবসময় প্রস্তুত আছে। আমরা নারায়ণগঞ্জের মাটিতে গডফাদার ও ফ্যাসিস্টদের মাথা চাড়া দিয়ে উঠতে দেবো না।’