সারাদেশ

হত্যা মামলায় বড় ভাইয়ের ফাঁসি, ছোট ভাইকে যাবজ্জীবন

রূপগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও তাঁর ছোটভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ একই মামলায় খালাস পেয়েছেন অপর আরেক ভাই, তাঁর স্ত্রী ও তাদের পিতা৷

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজা আদালত আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মৃত্যু দন্ডপ্রাপ্ত হলেন- রূপগঞ্জের পোরাব এলাকার অনুকুল সরকার। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি তার ছোট ভাই সহদেব সরকার। তাদের পিতার নাম জীবন সরকার।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী মনিরুজ্জামান বুলবুল।

মামলা সূত্রে জানা যায়, মামলার আসামি ও বাদী প্রতিবেশী৷ তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল৷ ২০২০ সালের ১ এপ্রিল এ বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অভিনাষ নামে ৩৮ বছর বয়সী এক যুবক মারা যান৷ এ ঘটনায় অভিনাষের বড়ভাই সুজন সরকার রূপগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন৷পরের বছর পাঁচজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় রূপগঞ্জ থানা পুলিশ৷ এ মামলার বিচারকার্য শেষে রায়ে দু’জনকে সাজা এবং তিনজকে খালাস দেন আদালত৷

 

Back to top button