সারাদেশ

হকারের ঘুষিতে হকার নিহত

নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে উকিলপাড়ায় ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক হকারের ঘুষিতে আরেক হকার নিহত হয়েছে। 

নিহত হকারের নাম মো. ইমান ওরফে বিমান (৪৫)। সে সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে। অভিযুক্ত হকারের নাম গাউছ। সে বন্দর উপজেলার দীঘলদী গ্রামের এমদাদ হোসেনের ছেলে। এ ঘটনার পর সে পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত গাউছকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে বসাকে কেন্দ্র করে সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমানের তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারতে থাকে। এতে ইমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Back to top button