স্বৈরাচার সরকারের পতন হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘১৭ বছর আন্দোলন করেছি; স্বৈরাচার সরকারের পতন হলেও এখনো দেশে গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই। যতক্ষন না পযর্ন্ত দেশে গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ততক্ষন পযর্ন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।’
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সিদ্বিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত র্যালী পূর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের গিয়াস উদ্দিন বলেন, ‘যতক্ষন না পযর্ন্ত দেশে গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে না পারবো ততক্ষন পযর্ন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।’
বিএনপি দেশের ও জনগণের কল্যানে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ ও জাতির কল্যানে যেমন আন্দোলন অব্যাহত থাকবে তেমনিভাবে উন্নয়নের কর্মসূচি আগামী দিনে বাস্তবায়নে আমাদের চির প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’
বিএনপির এ নেতা বলেন, যারা দলের সুনাম ও সুখ্যাতি নষ্ট করে তাদেরকে দলে রাখা যাবে না। ভালো মানুষ দিয়ে দল গঠন করতে হবে। ভালো মানুষের নেতৃত্ব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে তুলে দিতে হবে। সেই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এ বিজয় র্যালী করছি।
এসময় উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোস্তফা কামাল, ডি,এইচ,বাবুল, জি,এম,সাদরিলসহ থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল গাড়িবহর বের হয়। গাড়িবহরটি নারায়ণগঞ্জবাসীর নজর কাড়ে।