স্টাফদের হাত-পা বেঁধে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৯

ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎকেন্দ্রে প্রায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার একদিনের মধ্যেই ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ২টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি চাপাতি এবং ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – মো. লিটন (৩৭), মো. আক্তার হোসেন (৪৪), মো. রোমান (৩২), মো. রফিকুল ইসলাম (২৮), সাইদুল ইসলাম (৩১), সাগর মুন্সি (৩৮), মো. আরিফ (২৬), মো. রিয়াজ (৩৮) ও মো. শহিদুল (৪০)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) র্যাব-১১-এর অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ২১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শ্রমিকদের পোশাক পরে তিনজন ডাকাত নির্মাণাধীন সাবস্টেশনে প্রবেশ করে নিরাপত্তা প্রহরী আব্দুল কুদ্দুস মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও ১৫-২০ জন ডাকাত ভেতরে প্রবেশ করে অন্যান্য গার্ডদের একইভাবে জিম্মি করে নির্যাতন চালায়। রাতভর চলে ডাকাতি। ডাকাতরা কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তারসহ আনুমানিক ৬৫ লাখ টাকার মালামাল লুট করে। এরপর শ্রমিক ও প্রহরীদের একটি কক্ষে আটকে রেখে ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সাবস্টেশনের দোভাষী মো. সেলিম মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর র্যাব-১১ অভিযান চালিয়ে ২২ সেপ্টেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রধান ডাকাত সর্দার লিটনসহ মোট ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, ডাকাত সর্দার লিটনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের মোট ৯টি মামলা রয়েছে। রোমানের নামে রয়েছে ৪টি মাদক মামলা এবং সাগর মুন্সির বিরুদ্ধে রয়েছে একটি মামলা।
এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।