সারাদেশ

স্কুলে মারামারি বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুল ছাত্রের রোর্ড এক্সিডেন্টে মৃত্যু 

স্কুলে মারামারি বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুল ছাত্রের রোর্ড এক্সিডেন্টে মৃত্যু 

স্টাফ রিপোর্টার (Somoysokal) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রােডের এসবি গার্মেন্টসের সামনে গাড়ীর চাপায় প্রাণ হারায় ইমাম হােসেন আদর নামের নবম শ্রেণির এক ছাত্র। স্থানীয় সুত্রে জানা যায় আদর হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, স্কুলে সহপাঠীদের সঙ্গে মারামারি হয় বিষয়টি শিক্ষকদের জানানো হলে দমক-টমক দিয়ে মিলিয়ে দেয় এর পর আদর তার অভিভাবক’কে জানাতে বাড়ি যাওয়ার পথে বেপরােয়া অজ্ঞাত গাড়ি আদরকে চাপা দিয়ে পালিয়ে যায়।

 

বুধবার(২৫ জুন) দুপুর ২টায় ফতুল্লার ভুইগড় এসবি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।  নিহত ইমাম হােসেন আদর ফতুল্লার ভূইগড় পুরান বাজার এলাকার আমির হােসেন খন্দকার ও শিলা আক্তারের ছেলে।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ইমাম হােসেন আদর ভূইগড় হাজী পান্দে আলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র। স্কুল ছুটির পর লিংক রাডের পাশ দিয়ে বাসায় ফেরার পথে বেপরােয়া অজ্ঞাত গাড়ি আদরকে চাপা দিয়ে পালিয়ে যায়।

 

এসময় আশপাশের লোকজন আদরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সন্তানকে হারিয়ে তার বাবা-মা বাগরুদ্ধ হয়ে পড়েছেন। ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Back to top button