সারাদেশ

সোনালী ব্যাংক কর্মকর্তা জামান মোল্লার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: ফতুল্লা থানায় জিডি 

সোনালী ব্যাংক কর্মকর্তা জামান মোল্লার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: ফতুল্লা থানায় জিডি 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ সোনালী ব্যাংক সিলেট বিভাগীয় ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লা এবং তার গংদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। যার জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে সেই ভুক্তভোগী ফারুক আহম্মেদ এই বিষয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছে।

 

পাঠকের জন্য সাধারণ ডায়েরির হুবুহু কপি তুলে ধরা হলো, বিনীত নিবেদন এই যে, আমি ফারুক আহম্মেদ (৪৫), জাতীয় পরিচয় পত্র নং ৫৫৩৪৬২৮১৭৬ পিতা-নূর মোহাম্মদ মাতা-সাফিয়া বেগম  সাং রসুলপুর থানা-গজারিয়া জেলা-মুন্সিগঞ্জ বর্তমান সাং উত্তর দেলপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ মমিন মোল্লা (৫৮), ২। জামান মোল্লা (৫৭) উভয় পিতাঃ-মৃত হজরত আলী মোল্লা, ৩। বাশার মোল্লা (৪২), পিতা-মৃত শাহজাহান মোল্লা, ৪। আরাফ মোল্লা (৪০) পিতাঃ-মৃত সেলিম মোল্লা সর্ব সাং উত্তর দেলপাড়া, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ গং দের বিরুদ্ধে সাধারন ডায়েরীর জন্য আবেদন করিতেছি যে উক্ত বিবাদীদের চাচাতো ভাই মোঃ শহীদুল্লাহ মোল্লা গং দের নিকট থেকে দেউলপাড়া মৌজাস্থিত সিএস ও এস এ ১৫৩৮ আরএস ৩০৭০ জমির পরিমান ৫৮ শতাংশ যাহা আম মোক্তার দলিল নং ৮৩৮১ তাং ১৪/০৭/২০১৩ ইং মোতাবেক মালিক নিয়োজিত হইয়া মাছের খামার করিয়া ভোগ দখলে নিয়োজিত থাকাবস্থায় ৪৮ শতাংশ জমিতে নামজারী সহ সরকারী সকল খাজনাদী পরিশোধ করে আসছি। যাদের নিকট থেকে আমি আম-মোক্তার মূলে জমির মালিক হইয়াছি তাহারা আমার জমিতে কোন রুপ বাধা প্রদান করিতেছে না। আমার সম্পত্তির পাশে বিবাদীদেরও সম্পত্তি আছে। উক্ত বিবাদীরা তাদের প্রাপ্ত সম্পত্তির অতিরিক্ত সম্পত্তি জোর পূর্বক মালিকানা দাবী করিয়া আমার সম্পত্তি দখলের পায়তারা করিয়া আসিতেছে। তাহারা আমার অজ্ঞাত সারে মাছ নিয়া যায়। আমি বাধা নিষেধ করিলে তাহারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিত। আমি খামারে মাছ ধরতে গেলে তাহারা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি দিয়া তাড়াইয়া দেয়। ইং ২১/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ঘটিকার সময় আমি আমার সম্পত্তিতে থাকা মাছের খামারে গেলে উক্ত বিবাদীরা আমাকে বলে যে এই মুহুর্তে জমি থেকে চলিয়া যাবি নচেৎ জীবনের তরে শেষ করিয়া ফেলিব। বিবাদীদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি বিধায় বিষয়টি ডায়েরী ভুক্ত করা একান্ত প্রয়োজন। জিডি নং-২০০৫, তাং-২৪/০৭/২০২৫ ইং।

 

এই বিষয়ের তদন্ত কর্ককর্তা ফতুল্লা থানার এ এস আই ফারুক হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জিডি করার পর পর আমি বিষয়টি তদন্ত করার প্রস্তুতি নিয়েছি কিন্তু ভুক্তভোগী কেউ আমার সাথে যোগাযোগ করেনি তাই তদন্ত করতে বিলম্ব হচ্ছে।

Leave a Reply

Back to top button