সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ হবে দুই ভাইয়ের আবাস্থল: গিয়াসউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন মঙ্গলের গা বটতলা বাজারে এ লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।
পথসভায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দীর্ঘ তিনটি পাতানো নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এখন তারা ভোট দিয়ে পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চায়। জনগণ আজকে অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, গনতন্ত্রের একটি উপায় হলো নির্বাচন। নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বৈধ কোনো উপায় নাই। আমাদের দল চাচ্ছে অবাধ ও সষ্ঠিু নির্বাচন। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াস বলেন, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা প্রত্যেকের ঘরে ঘরে যাবেন। মেডাম ও তারেক রহমানের সালাম পৌছে দিবেন। প্রত্যেকটা ভোটারকে মর্যাদা ও সম্মান দিয়ে আমাদের কাজ করতে হবে। তাদের মন জয় করতে হবে। মন জয় না করতে পারলে ভোট পাওয়ার সুযোগ নাই।
তিনি বলেন, আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই। আমি চাই আপনারা হবেন আমার, আর আমি হবো আপনাদের। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ হবে দুই ভাইয়ের আবাস্থল। আগামী দিনে এ প্রত্যাশা নিয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবো। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারো সমালোচনাও করবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন।