সোনারগাঁ বিএনপিকে সিদ্বিরগঞ্জ বিএনপির চিঠি

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্বিরগঞ্জ থানা নিয়ে গঠিত হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সোনারগাঁ থানা বিএনপি ও পৌর বিএনপিকে চিঠি দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের সাক্ষরিত এক চিঠি এ প্রতিবেদকের কাছে আসে।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকা পুনর্গঠন করার কারণে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁ পৌর বিএনপির উপর নতুনের দায়িত্ব পালনের ক্ষেত্রে তৈরি হয়েছে। তাই আমরা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সিদ্ধান্ত নিয়েছি সোনারগাঁ থানা এবং সোনারগাঁও বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার যাতে আগামী নির্বাচনে আমাদের বিএনপির দলীয় মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে পারি।
আপনাদের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রস্তাব করছি। আমাদের এই প্রস্তাবটি আপনাদের থানা পৌর কমিটির সভায় উপস্থাপন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
এদিকে, আগামী নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিদ্বিরগঞ্জ ও সোনারগাঁ বিএনপির তৃনমূলেরা। তারা বলছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সোনারগাঁ থানা বিএনপি তাদের এ চিঠিকে স্বাগত জানিয়ে একত্রে কাজ করবেন বলে আশাবাদী তারা।