সারাদেশ

সোনারগাঁয়ে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, আটক এক

সোনারগাঁয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোখলেছুর রহমান (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। মোখলেছুর বরিশালের টুমচর এলাকার চান্দু হাওলাদারের ছেলে ও উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

বুধবার রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ভূক্তভোগী শিশুর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মোখলেছুর রহমান ওই শিশুকে মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত মোখলেছুর রহমান পালিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতে প্রতাপেরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোখলেছুর রহমানকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতকে নারায়ণগঞ্জে আদালতে প্রেরণ করে।

Leave a Reply

Back to top button