সারাদেশ

ধানের শীষের পক্ষে সোনারগাঁয়ে মামুন মাহমুদের গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বারদি, আনন্দবাজার, তালতলা এলাকায় তিনি এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করেন। 

এ সময় তার সাথে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

লিফলেট বিতরণ শেষে মামুন মাহমুদ বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা পাবে।’

এ সময় স্থানীয় জনতা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবর্তনের আশায় দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Back to top button