সারাদেশ

সোনারগাঁয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফিক মিয়া (৪৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দর দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. শফিক মিয়া (৪৫)। সে ওই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর সোনারগাঁ পুরাতন বাজারের করিম খানের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে সখিনা বেগমকে (৩৮) তার নিজ স্বামী কর্তৃক শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় নিহতের ভাই আবুল হোসেন (৪৮) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত আসামি মোঃ শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে শফিক মিয়া পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়,  তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ মঙ্গলবার অভিযান চালিয়ে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেফতা করে। গ্রেফতাকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Back to top button