সারাদেশ

সোনারগাঁয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. সুমাইয়া ইয়াকুব। ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি যোগদান করেন। পূর্বের কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি বদলি হয়ে যাওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন তিনি।

গত ২৬ আগস্ট সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। এজন্য তিনি সকল কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজ ও উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

ডা. সুমাইয়া ইয়াকুব গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা। এর আগে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

 

 

Leave a Reply

Back to top button