সারাদেশ

সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, পালিয়েছে স্বামী

সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শোভা নামের এক গৃহবধূকে বালিস চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রায়হানের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকে রায়হান পলাতক আছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, চার বছর আগে সনমান্দি ইউনিয়নের মুসুরাকান্দি গ্রামের উজ্জর মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন শোভা। পরবর্তীতে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর বেকারত্ব ও দায়িত্বহীনতায় এই দম্পত্তির দীর্ঘদিন ধরে কলহ চলছিলো। ওই কলহের জেরে রায়হান আজ শোভাকে বালিস চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রায়হানকে আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত শোভার মা বলেন, বেলা ১১টার দিকে মেয়ের ঘরে কোনো সাড়া না পেয়ে ডাকতে যাই। দরজা খুলে দেখি, আমার মেয়ে আড়ার সঙ্গে ঝুলছে। আমার ধারণা, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে রায়হান আমার মেয়েকে হত্যা করে ফাঁসের নাটক সাজিয়ে পালিয়ে গেছে।

Leave a Reply

Back to top button