সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ থানা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ আগষ্ট সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, থানা যুবদল নেতা আশরাফ মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা।
সভায় আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সোনারগাঁ উপজেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ২৮ অক্টোবর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে এমনটি জানানো হয়।

