সোনারগাঁয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর বর্ণাঢ্য র্যালি সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা, দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপেরচর এলাকায় সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, আলী আজগর, পীর মোহাম্মদ পিরু, ডা. মিজানুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, জয়নাল মেম্বার, আব্দুল রহমান সরকার, আবুবকর সিদ্দিক, আলমগীর হোসেন, শহীদ সরকার, দপ্তর সম্পাদক ফজল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সহ যুববিষয়ক সম্পাদক নোবেল মীর, সহ ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান ফারুক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফজলু রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহম্মেদ, উপজেলা জাসাসের সভাপতি আমীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ মোল্লা, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি কিসমত হাজী, সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আলিনুর হোসেন, ফারুক আহম্মেদ, হাসান বসরী, রিপন বেপারী, দুলাল মিয়াসহ তৃণমূল বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।