সারাদেশ

সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ আটক ২

সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে  ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা

আটকরা হলেন- বন্দরের ইস্পাহানী এলাকার কবীর আহম্মেদের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ (৩৫), সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আ. সাত্তারের ছেলে ওবায়দুল হক (৪০)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button