সারাদেশ

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

সোনারগাঁয়ে শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার জসিম উদ্দিন।

মঙ্গলবার রাত ৭টায় সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ভ্রম্যচারী পূজা মন্ডপ এবং পঞ্চমীঘাট পোদ্দার বাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা। এসময় মন্ডপ গুলো ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে পূজারীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট সেগুপ্তা মেহনাজ, সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার (ওসি তদন্ত) রাশেদুল হাসান খান, বারদী ইউপি যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমানসহ মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এসময় জেলা প্রশাসক বলেন, এবারে সারা নারায়ণগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ নিরাপত্তার ছায়ায় হিন্দু ধর্মালম্বীরা দুর্গোৎসব পালন করছে। সার্বিক সহযোগীতার পাশাপাশি তাদের নিরাপত্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।

 

Leave a Reply

Back to top button