সারাদেশ

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

সোনারগাঁয়ে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১-এর সিনিয়র এএসপি (অপস্ অফিসার) গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Leave a Reply

Back to top button