সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ও তাদের তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)। বর্তমানে তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেশী অপরূপ দাস জানান, ভাড়া থাকা পরিবারটি ভবনের নিচতলায় বসবাস করতেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ অথবা পাইপলাইনে ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।