সোনারগাঁয়ে গিয়াস উদ্দিনের গণসংযোগ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন সোনারগাঁয়ের বারদীতে গনসংযোগ করেছেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর বারদী বাজারে এ গণসংযোগ করেন তিনি।
এ সময় মুহাম্মদ গিয়াস উদ্দিন মারকাজ জামে মসজিদে নামাজের পর স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। তিনি আগামী সংসদ নির্বাচনে এই এলাকার উন্নয়নের জন্য এলাকাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান ।
এ সময় তার সাথে সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।