সারাদেশ

সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ অব্যাহত

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন তালতলা বাজার ও মহজপুর বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল। এসময় তার সাথে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা।

এ সময় বাজারগুলোতে সাধারণ মানুষ লিফলেট সংগ্রহ করেন এবং আগ্রহভরে এর বিভিন্ন প্রতিশ্রুতি পড়েন।

লিফলেট বিতরণ শেষে সাদরিল বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Back to top button