সোনারগাঁয়ে খালে ডুবে ভাই বোনের মৃত্যু

সোনারগাঁয়ের খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুসাইবা আক্তার চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে এবং ইয়ামিন মিয়া সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান।
নিহত ইয়ামিনের দাদি জাহানারা বেগম বলেন, বাড়ির উঠানে তারা দু’জন খেলাধুলা করছিল। হঠাৎ তাদের বাড়ির উঠানে না দেখতে পেয়ে খোঁজাখুজি করা হয়। পরে বাড়ির পাশের খালের পানিতে একজনের লাশ ভেসে উঠে। খাল থেকে ইয়ামিনের নিথর দেহ ওঠানোর আধা ঘণ্টা পর ওই স্থান থেকে নিহত নুসাইবার লাশ ভেসে উঠলে উদ্ধার করে এলাকাবাসী। এসময় এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।