‘সোনারগাঁয়ের সাথে নতুন বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করতে চাই’

‘সোনারগাঁয়ের সাথে নতুন বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করতে চাই’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত র্যালী পূর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে আমরা নতুন করে সোনারগাঁ গড়ে তুলতে চাই। সোনারগাঁয়ের ঐতিহ্য আরও এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে আজকে সোনারগাঁ পিছিয়ে আছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা সম্ভব হচ্ছে না।
ভেদাভেদ ভুলার আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, আমরা কোনো ভেদাভেদ রচনা করতে চাই না। আসেন, আমরা যারা রাজনীতি করি তাদের মন ও কাজ উদার হতে হবে। আমাদের মনের উদারতা দিয়ে আমরা একজন আরেকজনের মনকে জয় করে কাজ করতে চাই। যেখানে কাজ করার সৃযোগ আছে আমরা সকলেই কাজ করবো এবং ভেদাভেদ ভুলে যাবো।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির রাজনীতি করে আমি আপনাদেরকে সম্মান করি এবং ভালোবাসি। নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনিত সকল প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় অর্জন করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রমজান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধানসহ থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেৃতৃবৃন্দরা।
বক্তব্য শেষে গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল গাড়িবহর বের হয়। গাড়িবহরটি সোনারগাঁবাসীর নজর কাড়ে।