সারাদেশ

সোনারগাঁয়ের সকল ধরনের উন্নয়ন গুরুত্ব দিয়ে কাজ করবো: গিয়াসউদ্দিন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, জেলার ৫টি নির্বাচনী এলাকার জন্য কাজ করছি। যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কারো বিরুদ্ধে কথা বলবো না। আমরা একই পরিবারের লোক। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শম্ভুপুরা এলাহী নগর ঈদগাহ মাঠে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০৮ সালের মতো সিদ্বিরগঞ্জ সোনারগাঁ একটা নির্বাচনী এলাকা হয়ে গেছে। এখন আমার দায়িত্ব দুইটা এলাকার মানুষের মাঝে সেতুবন্ধন তৈরি করা ও দলে মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দলে ভালো মানুষের কদর বৃদ্ধি করতে চাই। খারাপদেরকে বিতাড়িত করতে চাই। কোনো অবস্থায় খারাপ মানুষকে সম্মান দিতে চাই না। 

গিয়াসউদ্দিন বলেন,  বিগত ১৬ বছর উন্নয়নে সোনারগাঁ অনেকে পিছিয়ে পড়েছে। আমি সিদ্ধিরগঞ্জ থেকে এসেছি; আপনারা সেখানে গেলে দেখতে পারবেন উন্নয়ন করার মতো আর জায়গা নেই। এখন আমি সোনারগাঁকে উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে চাই। সকল ধরনের উন্নয়ন আমরা গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি এমপি হলেও করবো, না হলেও করবো। 

শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রইসুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মন সরকার, মহানগর যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. পনির, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লাসহ প্রমুখ। 

 

Leave a Reply

Back to top button