সারাদেশ

সুুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে : জেলা প্রশাসক

এবারের দুর্গাপূজা সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

তিনি বলেন, নারায়ণগঞ্জে ২২৪টি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করছি। নারায়ণগঞ্জের সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের টানবাজার সাহাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এ বছর আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজার দুই দিন আগে থেকেই আনসার মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিত করে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাষাঢ়া মোড়ে রাতভর বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি র‌্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টহল চলবে। মণ্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক ও মহিলা আনসারও যুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশিল দাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Leave a Reply

Back to top button