সারাদেশ
সিদ্বিরগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যুূ হয়েছে। এ নিয়ে এই ঘটনায় ৬ জন মারা গেলেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সালমা বেগম (৩০) ও বেলা ১১টায় তার স্বামীর ভাতিজি ও তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা (১৭) মারা যান।
বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ বলেন, সালমার শরীরের প্রায় ৪৮ শতাংশ পুড়ে গিয়েছিল।দুপুর ১২ টার দিকে তিনি মারা যান। বেলা ১১টার দিকে মারা যান তানজিলা আক্তার তিশা। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল। বর্তমানে সালমা ও আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিস্ফোরণে দগ্ধ নারী শিশু সহ ৮জন বার্ন ইনস্টিটিউটের এসেছিল।