সারাদেশ

সিদ্বিরগঞ্জে পৃথক স্থানে মিললো নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ

সিদ্বিরগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় ও গোদনাইল সৈয়দপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আব্দুর রহিম (২৬) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের প্রয়াত লেদু মিয়ার ছেলে এবং আফসানা বিথী (৩১) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ফারুক মিয়ার মেয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা। পরে স্থানীয়রা পুলিশ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

অপরদিকে, গোদনাইল সৈয়দপাড়া এলাকা থেকে আফসানা বিথীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

লাশ দুটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উভয় ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Back to top button