সিদ্বিরগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রজন্ম দলের দোয়া

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন ও দেশনেত্রী, “মাদার অব ডেমোক্রেসি” বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর সিদ্বিরগঞ্জ প্রগতি সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী গোলাম মুহাম্মদ সাদরিল।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত সভাপতি মো: মিঠু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সি, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ রাজিবসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।