সিদ্ধিরগঞ্জ থেকে ৫ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা নিয়ে উধাও

সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার একটি বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী হেলেনা আক্তার (১৫)। এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্তা মো. কামরুল হাসান সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জ্ঞানের আলো স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে পালিয়ে যান তিনি।
গৃহকর্তা জিডিতে উল্লেখ করেন, হেলেনা আক্তার তিন বছর ধরে তাদের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। প্রতিদিনের মতো সেদিন সকাল ৯টায় ভাগ্নিকে পাশের স্কুলে পৌঁছে দিয়ে আর ফেরেনি। পরে বাসায় ফিরে দেখা যায়, ঘরে রাখা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা নেই।
নিখোঁজ হেলেনা আক্তারের বাড়ি নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় পাঁচ ফুট, শরীরের গড়ন পাতলা। নিখোঁজের সময় তিনি কালো বোরকা ও কালো হিজাব পরিহিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। মেয়েটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

