সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ড কর্মজীবী দলের পরিচিতি সভা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ড কর্মজীবী দল আহবায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় ২নং ওয়ার্ড কর্মজীবী দলের আহ্বায়ক ডালিম মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল গাফ্ফারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদলের অন্যতম নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস,এম, হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, এলজিইডি শাখার সভাপতি মাইনুল ইসলাম, ঢাকা জেলা কর্মজীবী দলের সভাপতি মানিক হওলাদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক যুগ্ম-আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাগর, মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাহার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন এবং ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Back to top button