সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদের উঠান বৈঠক

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ উঠান বৈঠক ও রিফলেট বিতরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্রকাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নে জনসাধারণের সাথে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখের সভাপতিত্বে চৌধুরীবাড়ী এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, কোনো নেতাগিরি চলবে না। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আমরা আপনাদের সেবক হিসেবে থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।