সারাদেশ
সিদ্ধিরগঞ্জে মণ্ডপ পরিদর্শনে মামুন মাহমুদ

নারায়ণগঞ্জে মহাষ্টমীতে সিদ্ধিরগঞ্জ থানায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ২নং ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন শুরু করে শ্রীশ্রী হরিসভা মন্দির, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দূর্গা মন্দির, গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দির দক্ষিণ, গোদনাইল হাজারীবাগ উত্তর জেলেপাড়া সার্বজনীন দূর্গা মন্দির শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি মিজমিজি চৌধুরীপাড়া পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
পরিদর্শনের সময়ে তার সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জেলা ও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।