সারাদেশ
সিদ্ধিরগঞ্জে প্রয়াত আ.লীগ নেতা আলার ছেলে গ্রেপ্তার

সিদ্বিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় নাসিক ৭নং ওয়ার্ডের প্রয়াত সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলী হোসেন আলার ছেলে আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে আদমজী কদমতলী এলাকার একটি পরিত্যক্ত মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, আল-আমিন তার এলাকার একটি পরিত্যক্ত খোলা মাঠে বেশ কিছু লোকজন নিয়ে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়ে বলে জানান ওসি।