সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মোসলেম উদ্দিন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাতে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোসলেম উদ্দিন জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকার মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

তিনি জানান, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল জালকুড়ি এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মোসলেম উদ্দিন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সে পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ভেতর লুকানো চারটি জিপারে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Back to top button