সারাদেশ

সিদ্ধিরগঞ্জের ৮ পূজামণ্ডপে মান্নানের উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিদ্ধিরগঞ্জের আটটি পূজা মণ্ডপে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় হুঁসিয়ারি সমিতিতে আটটি মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দের উপস্থিতিতে এ উপহার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজিব।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসাইন, সোনারগাঁ উপজেলা যুবদল নেতা খায়রুল ইসলাম কিরন, আরশাফসহ সোনারগাঁয়ের নেতৃবৃন্দ।

পরবর্তীতে আটটি মন্ডপ পরিদর্শনে করে উপহার সামগ্রী পৌঁছে দেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল মোল্লা, মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও  থানা বিএনপি যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, মহানগর যুবদল আহ্বায়ক সদস্য আরমান, মহানগর যুবদল নেতা নাজিম পারভেজ অন্তু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সিকদার , সাধারণ সম্পাদক পাপ্পু সহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সাথে কুশল বিনিময় করেন এবং আজহারুল ইসলাম মান্নানের সালাম পৌছে দেন। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপহার সামগ্রী গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

নেতৃবৃন্দরা বলেন,  আজহারুল ইসলাম মান্নান আপনাদের সন্তান। তিনি আপনাদের পাশে ছিলেন এবং আগামীতেও যেহেতু সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ের সাথে যুক্ত করা হয়েছে তাই আপনাদের গুরুত্ব এবং মর্যাদা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আপনাদের সম্মানে তিনি আমাদেরকে সামান্য উপহার পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মনে করছেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে।

Leave a Reply

Back to top button