সিদ্ধিরগঞ্জের পূজামণ্ডপে মামুন মাহমুদের আর্থিক অনুদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের প্রতিটি পূজামন্ডপে আর্থিক সহযোগিতাসহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে শাড়ী এবং লুঙ্গি বিতরন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে নিজ বাসভবনে এ অনুদান বিতরণ করেন তিনি।
এসময় মামুন মাহমুদ বলেন, তারেক রহমান পূজার আনন্দ আপনাদের সঙ্গে মিশে করতে চান। তারেক রহমান প্রত্যেকটা মন্দিরের জন্য কিছু অনুদান পাঠিয়েছেন এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তারা যেন নতুন কাপড় পরিধান করতে পারে সেজন্য মহিলাদের শাড়ি ও পুরুষদের জন্য লুঙ্গির ব্যবস্থা করেছেন। এটা সাহায্য সহযোগিতা নয়, আমরা ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।
নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর উল্লেখ করে তিনি বলেন, পূজাকে ঘিরে নারায়ণগঞ্জে কখনো খারাপ উদাহরণ সৃষ্টি হয় নাই। প্রশাসন যেভাবে আপনাদের পাশে রয়েছে তেমনিভাবে আমাদের দলীয় নেতাকর্মীরাও আপনাদের পাশে থাকবে। আপনারা যেন শান্তিপূর্নভাবে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন সে নির্দেশনা আমরা তারেক রহমানের কাছ থেকে পেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সিদ্ধিগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি খোকন ভ্রমন, গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দিরের সভাপতি পবিত্র চন্দ্র বর্মন, ২নং ঢাকেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক মাদব চন্দ্র দাসসহ ৮টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ।